HTML  Bangla Tag List

HTML Bangla Tag List

প্রথমে বলে নেই  দুদিন খুব ব্যস্ততার কারণে  এইচটিএমএল এর ট্যাগ লেখার কথা থাকলেও লিখতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত আজ থেকে আশা করি নিয়মিত ভাবে লিখতে পারবো। কিন্তু সকলের যে রকম রেসপন্স  তাতে লেখার ইচ্ছা হারিয়ে ফেলেছি এজন্য লেখার ইচ্ছা হয় না। কিন্তু বেশ কয়েকজনের রিকোয়েস্ট এর কারনে আজ আবার লিখতে বসলাম আশাকরি আজকে এইচটিএমএল ট্যাগ সম্বন্ধে  সকলকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। গত পোষ্টে বলে নিয়েছি ট্যাগ কি এবং কত প্রকার। এখন আর সে বিষয়ে যাব না। কেউ যদি দয়া করে আগের পোস্টটি পড়ুন। আজ আমি কয়েকটি এইচটিএমএল ট্যাগ দিবো এবং সেটাকে কি কাজ সেটা বলে দিব আশা করি সবাই মুখস্ত করবে এটা না করলে কিছুই জানা যাবে না এবং কোন করতে পারব না এজন্য অন্তত আমাদের মুখস্ত করা দরকার। আজ বেশি না মাত্র কয়েকটি এইচটিএমএল ট্যাগ দিবো আগামীকালের ভিতরে সবাই মুখস্ত করে।কিছু খাতায় লিখে চ্যাট গ্রুপে  মেসেজ দিব তাহলে পরবর্তী কনটেন্ট লেখা শুরু করব।

HTML ট্যাগ লিস্ট

TAG

DESCRIPTION

<!–…–>

মন্তব্য করার জন্য

<!DOCTYPE>

HTML ডকুমেন্টের ধরণ নির্ধারণ করার জন্য

<a>

লিংক দেওয়ার জন্য

<abbr>

abbreviation দেওয়ার জন্য

<address>

HTML ডকুমেন্টের লেখক/Author এর তথ্য দেওয়ার জন্য

<area />

image-map এরিয়া করার জন্য

<b>

লেখা বোল্ড করার জন্য

<basefont />

ফন্ট সাইজ ও কালার নির্ধারণ করার জন্য

<big>

বড় লেখার জন্য

<blockquote>

উক্তি/ quotation দেওয়ার জন্য

<body>

বডি দেওয়ার জন্য

<br />

লাইন ব্রেক করার জন্য

<button>

বাটন আনার জন্য

<caption>

ক্যাপশন দেওয়ার জন্য

<center>

লেখার মাঝখানে নেওয়ার জন্য

<code>

কোড শো করার জন্য

<col />

টেবিলের মধ্যে কলাম নেওয়ার জন্য

<del>

কোন লেখা মোছার জন্য

<dfn>

Defines a definition term

<dir>

ডাইরেক্টরী লিস্ট আনার জন্য

<div>

ডিভাইডেড  বা ভাগ করার জন্য

<font>

লেখার আকার, রং নির্ধারণ এর জন্য

<form>

ফর্ম আনার জন্য

<h1> to <h6>

হোডিং আনার জন্য

<head>

হেড আনার জন্য

<hr />

একটি লাইন আনার জন্য

<html>

ডকুমেন্টটি কোন ধরনের তা শো করার জন্য

<i>

লেখা ইটালিক করার জন্য

<iframe>

আইফ্রেম আনার জন্য

<img />

ছবি আনার জন্য

<input />

ইনপুট ফর্ম আনার জন্য

<li>

লিস্ট আইটেম রাখার জন্য

<link />

কোন লিংক দেওয়ার জন্য

<meta />

মেটা ডাটা লেখার জন্য

<ol>

অর্ডার লিস্ট  করার জন্য

<option>

অপশন ডাটা লেখার জন্য

<p>

প্যারাগ্রাফ লেখার জন্য

<small>

ছোট লেখার জন্য

<span>

সেকশন তৈরি করার জন্য

<strong>

 মোটা লেখার জন্য

<style>

স্টাইল  করার জন্য

<sub>

subscripted text লেখার জন্য

<sup>

superscripted text লেখার জন্য

<table>

টেবিল তৈরি করার জন্য

<td>

Table data লেখার জন্য

<th>

টেবিল হেডার লেখার জন্য

<title>

ডাইরি লেখার জন্য

<tr>

টেবিল রো করার জন্য

<u>

আন্ডারলাইন করার জন্য

<ul>

unordered list  তৈরি করার জন্য