What is html & basic html bangla tutorial

What is html & basic html bangla tutorial

প্রথমেই বলে নেই আমার একদমই ইচ্ছা ছিল না কিন্তু কলেজের শিখানোর অবস্থা দেখে না লিখে আর থাকতে পারলাম না।তাই লেখা শুরু করছি আশাকরি সবাই আমার সাথেই থাকবেন। HTML খুবই সহজ একটি জিনিস একটু চেষ্টা করলে যে কেউ এটা ভালো করতে পারবে।এবং পরিক্ষায় A+ তুলতে পারবে।কিন্তু শিখতে হলে একটু কষ্ট করে লেগে থাকতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে।আরেকটি কথা লেখায় ভুল থাকলে ধরিয়ে দিবেন।ঠিক করে নিব।মানুষ মাত্রই ভুল।আমিও যে ভাল পারি তা না আমিও শিখতেছি।আজ আর কথা বড় না করি। 

HTML কি??

**HTML একটি standard markup language যা দ্বারা ওয়েব পেজ তৈরি করা হয়।

HTML Syntax বা Tag কি??

HTML Syntax বা ট্যাগ হচ্ছে একটি এঙ্গেল ব্রাকেট দ্বারা আবৃত (<>) সেখানে কিছু কী-ওয়ার্ড থাকে এই কী-ওয়ার্ডই নির্দেশ করে ওয়েবপেজের কন্টেন্টকে কীভাবে দেখাবে । HTML Tags এর ক্ষেত্রে (<>) এবং (</>) এই দুটি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে । প্রথম ট্যাগটিকে (<>) ওপেনিং ট্যাগ বা শুরুর ট্যাগ বলে এবং দ্বিতীয়টিকে (</>) ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ বলে ।

ট্যাগ বা সিনটেক্স কে আবার দুই ভাবে ভাগ করা যায়ঃ

1.Single ট্যাগঃ যে সমস্ত এইচটিএমএল ট্যাগে কোনো ক্লোজিং ট্যাগ থাকেনা,শুধু ওপেনিং ট্যাগ থাকে তাদেরকে Single ট্যাগ বলা হয় ।যেমনঃ লাইন ব্রেকের জন্য <br> ট্যাগ ব্যবহার করা হয় । ইহার কোনো ক্লোজিং ট্যাগ নেই । <br> ট্যাগের মত <img>,<link>,<hr> ইত্যাদি ট্যাগ গুলো ও single html Tag । এই ট্যাগ গুলোর কোনো কোনো ক্লোজিং ট্যাগ নেই ।

2.Container ট্যাগঃ যে সমস্ত এইচটিএমএল ট্যাগে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ উভই থাকে এবং ট্যাগ দুটির মধ্যে কন্টেন্ট থাকে তাদেরকে Container ট্যাগ বলে । <h2>…..</h2>,<p>…………</p> ইত্যাদি ।

যদি কোনো একটি কন্টেন্টের শুরুতে ওপেনিং ট্যাগ ব্যবহার করা হয় এবং কন্টেন্টের যেকোনো যায়গায় ক্লোজিং ট্যাগ দিয়ে দেওয়া হয় তাহলে যেখানে ক্লোজিং ট্যাগ দেয়া হয়েছে সেখান পর্যন্ত ট্যাগটির কার্যকারিতা থাকবে । একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে । যেমনঃ BGPI Student এই বাক্যটি লক্ষ্য করেন এখানে BGPI Student বাক্যটিতে BGPI বোল্ড করা কিন্তু Student বোল্ড করা নেই নরমালই আছে কারণ আমি যখন কোডটি লিখেছিলাম তখন ক্লোজিং ট্যাগ BGPI এর পরেই দিয়েছিলাম । অর্থাৎ <b> BGPI </b> Student । কিন্তু এই বাক্যটি দেখেন BGPI Student এটি পুরাই বোল্ড করা কারণ আমি কোডটি এই ভাবেই লিখেছিলাম <b> BGPI Student </b> । ট্যাগ কথায় থেকে কথায় কাজ করবে আশা করি বুঝাতে পেরেছি । তারপর ও যারা না বুঝেন তারা কমেন্ট বা মেসেজ করতে পারেন।

আজ আর লিখার ইচ্ছা্ নাই ।ইনশাআল্লাহ আগামী কাল কিছু HTML ট্যাগ দিব সেগুলো একদম মুখস্ত করে ফেলতে হবে।তা হলেই HTML পারা যাবে।

শেষকথা আপনি নিজে শিখুন অন্যকে শিখতে দিন।